দলের শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ (শনিবার) সকালে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের তিনি এ আহবান জানান।
আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, দলের সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী। তাঁর প্রতি আস্থা রেখেই সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি