চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থেকে ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) ভোরে পাঁচলাইশ থানাধীন হাজী চাঁন্দমিয়া সওদাগর রোডের এনাম কলোনির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ডাকাত দলের সদস্যরা দিনের বেলা বিভিন্ন এলাকায় গিয়ে ফেরি করে বেড়ায়।
পরে রাতে সুযোগ বুঝে ডাকাতি করে। চট্টগ্রাম শহরের পাশাপাশি তারা বাঁশখালী, বোয়ালখালী, পটিয়াসহ উপজেলাগুলোতেও ডাকাতি করে বলেও জানায় পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি