কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণ কাজের নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলে জানালেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি।
মোসলেম উদ্দিন বলেন, বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণ। এ সরকারের আমলেই সেতুটির নির্মাণ হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতারা।
এর আগে তিনি নগরীর একটি হাসপাতালে অসুস্থ নগর আওয়ামী লীগ নেতা দলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি