কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মশিউর জানান, হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার মোঃ মেজবা উদ্দিনের বাড়িতে ইয়াবা মজুদ রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়।
এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ মেজবা উদ্দিন ও মোঃ ইমাম হোসেনকে আটক করা হয়।
এদিকে, একই এলাকায় বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে কবুতরের খাঁচার ভেতরে করে পাচারের সময় ২৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ আব্দুল খালেক নামে এক কবুতর ব্যবসায়ীকে আটক করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি