টেকনাফের হ্নীলায় রাখাইনদের শ্মশানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, গতকাল দিবাগত রাতে বিজিবি জওয়ানরা নাফ নদী সংলগ্ন চৌধুরী পাড়া রাখাইন শ্মশানে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এ বিষয়ে সাধারণ ডায়েরি করে জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি