সাজিদুল ইসলাম শোভন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ভ্যানচালক কবির মোড়ল (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার রঘুনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির কালিয়ার রঘুনাথপুর গ্রামের খালেক মোড়লের ছেলে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছেন। আহতদের খুলনাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ থেকে ৩৫ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের রঘুনাথপুর গ্রামে এনা মেম্বার ও সাবু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাবু মেল্যার পক্ষের কবির মোড়লকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নিউজ ডেস্ক /বিজয় টিভি