খাগড়াছড়ি দীঘিনালা নয় মাইল ত্রিপুরা পাড়া গুচ্ছ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কৃর্তিকা ত্রিপুরাকে ধর্ষনের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মহালছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ মহালছড়ি আঞ্চলিক শাখা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের করা হয়।
মানববন্ধনে ত্রিপুরা কল্যান সংসদের মহালছড়ি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিনন্দ ত্রিপুরার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হরিপদ ত্রিপুরা, সদর উপজেলা শাখার সভাপতি কাজল বরন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামে সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা, সনাতন ছাত্র যুব পরিষদ মহালছড়ি শাখার কার্তিক দাশ।
মানববন্ধনে সভাপতিত্ব করে মহালছড়ি আঞ্চলিক শাখার সভাপতি কর্মচান ত্রিপুরা। মানববন্ধনে বক্তারা কৃর্তিকা ত্রিপুরা হত্যাকারী দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য গত ২৮ জুলাই খাগড়াছড়ি দীঘিনালা নয় মাইল ত্রিপুরা গুচ্ছ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালযের মেধাবী ছাত্রী কৃর্তিকা ত্রিপুরাকে ধর্ষনের পর নৃশংস ভাবে হত্যা করা হয়। এ ঘটনা সন্দেহ ভাজন চার জনকে আটক করে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি