চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৭৯ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী বলেন, গতকাল এক হাজার ২১৯ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে।
তিনি আরও জানান, জীবাণুমুক্ত করার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা তিন দিন বন্ধ রয়েছে। তাই সেখানে জমে থাকা আগের তিন দিনের ৮১৬টি নমুনা ঢাকার আইইডিসিআরে পরীক্ষা করা হয়।
এদিকে, কক্সাবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হয় পাঁচটি নমুনা। এর মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬৭ জনের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি