চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প শীর্ষক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম (এফপিসি) নামে একটি সংগঠন।
ফোরামের সভাপতি প্রফেসর সিকান্দার খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া।
এ সময় তিনি বলেন, অতি সম্প্রতি আমাদের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এ ধারায় মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে আমাদের উন্নয়ন হতে হবে টেকসই ও জনকল্যাণমুখী। এর জন্য অন্যান্য উপাদানসহ প্রয়োজন পরিকল্পিত ও টেকসই অবকাঠামো যার মধ্যে ড্রেনেজ ব্যবস্থা এবং দূষণমুক্ত ও জলাবদ্ধাতামুক্ত পরিবেশ তৈরী করতে হবে।
এ সময় এফপিসি মহাসচিব স্থপতি ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন, নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার, এড. আকতার মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি