খুলনা জেলা পরিষদ ২০১৭-১৮ অর্থ বছরে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর কালিপদ মজুমদার, অধ্যক্ষ সরকারী আযমখান কমার্স কলেজ, খুলনা, জনাব মোঃ আবুল বাশার, অধ্যক্ষ খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, খুলনা।
সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলিম উদ্দিন।চলতি অর্থ বছরে খুলনা জেলা পরিষদের রাজস¦ তহবিলের আওতায় খুলনা জেলার মোট ৩২৬ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে ২,৫০০/- টাকা হারে মোট ৮ লক্ষ ১৫ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি