বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রয়াত চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলের বাসভবনে, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বিজয় টিভির পরিচালক হাসিনা মহিউদ্দিন।
বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের নেত্রী আনজুমান আরা আনজু, নীলু নাগ, সংগঠনের চট্টগ্রাম মহানগরে নেতা দেওয়ান মাকসুদ আহমেদ, মো. সেলিম, এস এম সাঈদ সুমন, আনিসুর রহমান লিবান, মো: ইকবাল হোসেন, মামুনুর রশিদ মামুন সহ দলীয় নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি