চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। উপজেলার কাঞ্চননগর এলাকায় গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আজ (শুক্রবার) দুপুরে, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, তেল আনলোড করে উপজেলার কাঞ্চননগর পার হওয়ার সময় লাইনচ্যুত হয় ওই ট্রেনের বগি দুটি।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দুর্ঘটনার পর রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। বর্তমানে চট্টগ্রাম-দোহাজারীর রেল যোগাযোগ স্বাভাবিক আছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি