চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার কমেছে। টানা ১২ দিন ৮ শতাংশের ওপরে থাকার পর গতকাল তা কমে ৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬০ জন। এ সময়ে করোনাক্রান্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্ট মতে, নগরীর ছয় ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৮৯ নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৬০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ফলে জেলায় চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৯ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘গত কয়েকদিন সংক্রমণের হার বেশি থাকার পর গতকাল হঠাৎ কমে এসেছে। এদিন কোনো মৃত্যুও নেই। করোনাক্রান্ত ৩০ জন সুস্থ হয়ে ওঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬০৩ জন। নতুন জীবাণুবাহকদের মধ্যে ৫৬ জন শহরের বাসিন্দা এবং গ্রামের ৪ জন।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি