চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬ দশমিক ৮৯ শতাংশ। এসময় করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নগরীর আটটি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন শনাক্ত ৮৬ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭১ জন এবং সাত উপজেলার ১৫ জন। উপজেলা পর্যায়ে আক্রান্ত ১৫ জনের মধ্যে সীতাকু-ে সর্বোচ্চ ৫ জন, বাঁশখালীতে ৩ জন, আনোয়ারা ও বোয়ালখালীতে ২ জন করে এবং লোহাগাড়া, সাতকানিয়া ও পটিয়ায় ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের মোট সংখ্যা এখন ২১ হাজার ৬৪০ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ১৫ হাজার ৯১৬ জন ও বিভিন্ন উপজেলার ৫ হাজার ৭২৪ জন।
বৃহস্পতিবার সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। ফলে আরোগ্য লাভকারীর সংখ্যা ১৬ হাজার ৭৫৬ জনে উন্নীত হলো। নতুন ২৫ জন হোম কোয়ারেন্টাইন শুরু করেছেন। বর্তমানে কোরেন্টাইনে থাকা রোগীর সংখ্যা ১ হাজার ৭১ জন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৩০৬ জনই রয়েছে। এতে শহরের ২১২ জন ও গ্রামের ৯৪ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি