ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিনেমায় অভিনয়ের চেয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন নিয়ে বেশি ব্যস্ত তিনি। তারই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল তার। কিন্তু অনুষ্ঠানে অংশ নিতে না পারায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন আয়োজকরা।
জানা গেছে, পারিশ্রমিক হিসেবে ৫০ হাজার অগ্রিম নিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানে অংশ না নেয়ায় তার বিরুদ্ধে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগপত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।
এ নৃত্যপরিচালক বলেন, ‘গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি। কথা ছিল ওইদিন তিনটায় সশরীরে সেখানে হাজির হয়ে রেস্তারাঁ উদ্বোধন করবেন। কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকে আমরা ফোনে পাই না তাকে। শেষ পর্যন্ত তাকে না পেয়ে আমাদের সব আয়োজন বৃথা হয়। সব শেষ হওয়ার দেড় ঘণ্টা পর তিনি ফোন দিয়ে জানতে চান, কোথায় আসবেন। তখন তাকে জানানো হয়, আমাদের অনুষ্ঠান ইতোমধ্যে শেষ হয়েছে। আপনি ৫০ হাজার টাকা ফেরত পাঠিয়ে দেন। কিন্তু তিনি বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।’
প্রিন্স রানা আরও বলেন, ‘সে না আসায় অনেক ক্ষতি হয়েছে আমাদের। তাই আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহাযোগিতা চেয়েছি।’
এদিকে নিজের বিরুদ্ধে উঠা এ অভিযোগের ব্যাপারে সংবাদমাধ্যমে কথা বলেছেন অপু বিম্বাস। তার ভাষ্যমতে, ‘আসলে কামরাঙ্গীরচরের ওই অনুষ্ঠান নিয়ে এরইমধ্যে অনেক কিছু হয়ে গেছে, যা এখন সবারই জানা। আয়োজকরা শিল্পী সমিতিতে কী অভিযোগ জানিয়েছেন, সেসব জানি না আমি। তবে এতটুকু বলব, আমি একজন শিল্পী, তাদের চিনিও না।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘কাজটির জন্য আমার সঙ্গে তারা যোগাযোগ করে ১ লাখ টাকায় কনফার্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি, তাই যানজটের জন্য টাইমিং একটু এদিক-সেদিক হতেই পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করেই অনুষ্ঠানটি শেষ করে। আর আমার কাছে অগ্রিম দেয়া ৫০ হাজার টাকা ফেরত চান। আমি একজন প্রফেশনাল মানুষ। আমি আমার পারিশ্রমিক চাই।’