হৃষিকেশ মুখার্জি পরিচালিত ‘আনন্দ’ একটা সময়ের হিট সিনেমার তালিকায় ছিল। রাজেশ খান্না অভিনীত ‘আনন্দ‘-এ গুরুতর অসুস্থ এক ব্যক্তির জীবনের গল্প উঠে এসেছিল। অসুস্থতা নিয়েও আনন্দ তার ডাক্তার ভাস্করকে অনুপ্রাণিত করেছিল।
ভাস্করের চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। সিনেমাটিতে বন্ধুত্ব, প্রেম এবং মৃত্যুর সঙ্গে কঠিন লড়াইয়ের গল্প ফুটে উঠেছে। তবে এই সিনেমার মাধ্যমে দর্শক নতুন করে খুঁজে পেয়েছিলেন অমিতাভ বচ্চনকে।
একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন রাজেশ খান্নার সঙ্গে কাজ করার বিষয়ে তার চিন্তাভাবনা শেয়ার করেছিলেন। অমিতাভ বলেন, ‘আনন্দ’ সিনেমায় রাজেশ খান্নার সঙ্গে কাজ করার জন্য হৃষিকেশ মুখার্জির ডাক পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।
কাকা অর্থাৎ রাজেশ খান্নার বিপুল জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি জানান, রাজেশ খান্নার সঙ্গে কাজ করার কারণেই এত জনপ্রিয় হয়েছিলেন তিনি।
অমিতাভ বলেন, ‘ঋষিদা যখন আমাকে ‘আনন্দ’ ছবিতে রাজেশ খান্নার সঙ্গে কাজ করতে বলেছিলেন, তখন এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা বিষয় ছিল। তাই রাজেশ খান্নার প্রতি আজীবন আমি কৃতজ্ঞ থাকব।’
রাজেশ খান্না একবার বলেছিলেন, ‘নমক হারাম’ সিনেমায় অমিতাভকে দেখেই তিনি বুঝেছিলেন, তার শীর্ষে থাকার সময় শেষ। তিনি বলেন, ‘যখন আমি সিনেমাটি দেখেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম আমার সময় শেষ হয়ে এসেছে। আমি ঋষিদাকে বললাম, অমিতাভ আগামীর সুপারস্টার।’