1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ভারতের ফিল্মফেয়ারে মুখোমুখি মোশাররফ - জয়া - চঞ্চল - বিজয় টিভি
ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

ভারতের ফিল্মফেয়ারে মুখোমুখি মোশাররফ – জয়া – চঞ্চল

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
ভারতের ফিল্মফেয়ারে মুখোমুখি মোশাররফ - জয়া - চঞ্চল

বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে দেওয়া হয় ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ সাত দশক ধরে প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে এটি। তবে শুধু বলিউডে নয়, টালিউডেও আয়োজন হয় এমন ফিল্মফেয়ার। আগামী ১৮ মার্চ কলকাতায় বসতে চলেছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ নামের এই আসর।

মূলত, বাংলা এই ফিল্মফেয়ারে এবার ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে বেছে নেওয়া হবে সেরাদের। যেহেতু টালিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন, সেহেতু এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে উঠে এসেছে তাদেরও নাম। এবারের অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

জানা গেছে, প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তবে মূল বিভাগে জায়গা হয়নি তার, তিনি মনোনয়ন পেয়েছেন সমালোচক বিভাগে।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। অর্থাৎ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম—দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন মোশাররফ। সিনেমায় তাকে হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায় দেখা গেছে।

ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন কিছু নয়। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন।

এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও রয়েছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আরেক দফা কমলো স্বর্ণের দাম

আরেক দফা কমলো স্বর্ণের দাম

শনিবার, ১ মার্চ, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.