ধর্ষণ এবং যৌন হয়রানির মনস্ত্বাত্তিক বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিয়ার গপ্পো’। বিভিন্ন উৎসব ঘুরে চলচ্চিত্রটি আজ উন্মুক্ত হয়েছে অন্তর্জালে।
স্বল্পদৈর্ঘ্য ছবিটির নাম ‘টিয়ার গপ্পো’। ছবিটিতে ধর্ষিতা নারীর না বলা কথাগুলো তুলে ধরেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি। সমাজের বড় অংশের মানুষ ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষ বা মানসিক ভাবে জড়িত। এই সমাজে ছোট শিশুটিও যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পায় না। টিয়ার গপ্পো’তে চলচ্চিত্রটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আশিষ খন্দকার। এতে আরও অভিনয় করেছেন ইকবাল হোসেন, জয়িতা মহলানবীশ, নিলুফার ওয়াহিদ এবং শিশু শিল্পী বৃষ্টি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি