করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন করা হয়েছে প্রায় গোটা বিশ্ব। এমন অবস্থায় পুরো বিনোদন জগত স্থবির। তাই করোনাভাইরাস মোকাবেলার জন্য তহবিল গঠন করেছেন টারমিনেটর খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।
নিজের সংগঠন ‘আফটার-স্কুল অল-স্টারস’ এর মাধ্যমে তহবিলে এক মিলিয়ন ডলার দান করেছেন শোয়ার্জনেগার। তহবিলের অর্থ দিয়ে কেনা খাদ্যসামগ্রি আমেরিকার বিভিন্ন শহরে সরবরাহ করা হবে এবং যারা দিন-রাত চিকিৎসা সেবায় নিয়োজিত, তাদেরকেও সাহায্য করা হবে মাস্ক, গাউন এবং গ্লাভস দিয়ে।
ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ঘরে ঢুকে পড়েছেন সব বলিউড তারকারা। কিন্তু লকডাউন বলে তারকারা আলোচনায় থাকবেন না, তাতো হয়না। সম্প্রতি টুইটারে শহীদ কাপুর জানিয়েছেন লকডাউনের দিনগুলোতে স্ত্রীকে সুখে রাখার টিপস।
শাহীদ বলেছেন, ‘মনে রাখবেন, স্ত্রী সব বসের ওপরের বস। তাই স্ত্রী যা বলেন, তা–ই শুনুন। এই দিনগুলোতে স্ত্রীর সেবা করে যান।’ স্ত্রীর হ্যাঁ–তে হ্যাঁ, না–তে না বলুন। করোনা পরিস্থিতিতে ভেঙে না পড়ে মনোবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন শাহীদ।
স্টার কিডদের মধ্যে এখন বলিউডের মহাতারকাই বলা যায় সাইফ কারিনা কাপুর পুত্র তৈমুরকে। সম্প্রতি মা-বাবার নিরাপত্তাবলয় পেরিয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন তৈমুর। সেখানে তৈমুরকে দেখা গেছে মুখে মাস্ক পরা অবস্থায়। মাস্কের ওপর স্টিকারে লেখা, ‘ঘরে থাকুন’।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি