বহুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে নির্মিত হবে ‘মহাভারত’। যার মূল নেতৃত্বে থাকবেন আমির খান। শেষ কয়েক বছর ধরে মহাভারত নিয়ে বিরাট মাপের ছবি নিয়ে পরিকল্পনা করছিলেন আমির। এই বিষয় নিয়ে জোরকদমে চিত্রনাট্য লেখার কাজ ও চালাচ্ছেন তিনি।
তবে এবার শোনা গেল আরেকটি সুখবর। নেটফ্লিক্সেই নাকি আসতে যাচ্ছে মহাভারত। কোনরকম দ্বিধা ছাড়াই বলা যেতে পারে যে এখনো পর্যন্ত ভারতের নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ছবি ইতিহাসে আমিরের ‘মহাভারত’-ই হতে চলেছে সবথেকে বিগ প্রজেক্ট।
আমির মনে করছেন যে একটি পুর্ণ দৈর্ঘ্য ছবিতে আসলে মহাভারতের পুরো গল্প ধারণ করা যাবেনা। তাই তিনি এটিকে বিভিন্ন পর্বের ওয়েব সিরিজ হিসেবে পর্দায় আনতে চান। এতে করে মহাভারতের চরিত্রগুলি বিস্তারিত ভাবে দর্শক দেখতে পাবেন।
তবে এই বিষয়ে এখনই চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। বর্তমান করোনা পরিস্থিতি খানিক টা স্বাভাবিক হলে হয়ত এ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা পাওয়া যাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি