ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামারগার্ল চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে একে একে ব্যবসা সফল একাধিক ছবিতে নিজের গ্ল্যামার ও অভিনয় দক্ষতা মেলে ধরতে পেরেছেন এই নায়িকা।
দেশে করোনা সংক্রমণের আগ দিয়ে আবারও গ্ল্যামার দিয়েই বড় পর্দায় ধরা দিতে চেয়েছিলেন নায়িকা মাহিয়া মাহি। কিন্তু করোনা বাঁধা হয়ে দাঁড়ালো। কিছুদিন শুটিং করেই থেমে যায় ছবির কাজ। তারপর লকডাউন। আর দাঁড়ানো হয়নি ক্যামেরার সামনে।
তবে চলমান করোনা সময়ে ‘অক্সিজেন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেন মাহি। অন্যদিকে, পূজা চেরি’র বিপরীতে ছোট পর্দার অভিনেতা সজলের জীন ছবিটি মুক্তির কথা ছিল চলতি বছরেই। কিন্তু করোনায় মুক্তি পায়নি সেটি।
এরইমধ্যে জানা গেল, চার বছর পর আবার শুরু হচ্ছে সজল-মাহি জুটির ‘হারজিৎ’ ছবির কাজ। ২০১৬ সালে পরিচালক বদিউল আলম খোকন ছবির নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু এ ছবির প্রযোজক পরিকল্পনা অনুযায়ী ছবির কাজ চালিয়ে নিতে পারেননি।
মূলত কাজ শুরুর কিছুদিনের মধ্যই ছবির শুটিং থামিয়ে দিতে হয়েছিল প্রযোজক ঘাটতির কারণে। অবশেষে নিজেই এই কাজটি শেষ করার উদ্যোগ নিয়েছেন নির্মাতা। নির্মাতার ভাষ্য, ‘হারজিৎ’ ছবির গল্প এ সময়ের অন্যসব ছবি থেকে একেবারেই আলাদা। এদিকে, এই ছবিতে পুনরায় শিডিউল দিতে রাজি আছেন সজল ও মাহি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি