২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদান পায় নির্মাতা কমল সরকারের সিনেমা ‘দায়মুক্তি’। নানা কারণে ছবিটির নির্মাণে যেতে পারেননি পরিচালক। নতুন খবর হল, ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। আর তার বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। করোনার ধাক্কা সামলিয়ে শুরু হতে যাচ্ছে ছবিটির কাজ।
২০১২ সালের কথা। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক সায়মন সাদিক। তার প্রথম ছবি ‘জী হুজুর’ তাকে আলোচনায় না এনে দিলেও ২০১৩ সালে মুক্তি পাওয়া নির্মাতা জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিটি দিয়ে আলোচিত হন নায়ক সায়মন।
এরপরের গল্পটা একটু ম্লান হয়ে গেলও ২০১৫ সালে নির্মাতা সাফি উদ্দিন সাফির সিনেমা ব্ল্যাক মানি দিয়ে আলোচনায় ফেরেন সায়মন। ছবিটি সুপারহিটও হয়। এরপর একাধিক ছবিতে দেখা যায় এই নায়ককে। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি ছিল একদম অধরা।
অবশেষে ২০১৮ সালে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ‘জান্নাত’ দিয়ে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ বিভাগে ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজের ফিল্মি ক্যারিয়ারের ঝুড়িতে তোলেন এই নায়ক।
কিন্তু ২০১৭ সালে সরকারি অনুদান পায় ‘দায়মুক্তি’ শিরোনামের একটি ছবি। এই ছবিটির মাধ্যমে প্রথমবারের মত জুটি বাঁধেন সাইমন সাদিক ও মৌ খান। আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তারা। তবে নানা কারণে ছবিটির নির্মাণে যেতে পারেননি পরিচালক কমল সরকার।
নতুন খবর হল, অনুদানের ছবি ‘দায়মুক্তি’তে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। তাদের একজন নবাগত মৌ খান হলেও অন্যজন হলেন সুস্মি রহমান। সিনেমাটির সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন নির্মাতা বদিউল আলম খোকন।
এবার জানা গেছে, বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে নির্মাণ হতে যাওয়া ‘দায়মুক্তি’ সিনেমার একটি গানের রেকর্ডিং হয়েছে ১৫ সেপ্টেম্বর। অক্টোবর মাসেই দৃশ্যধারণের কাজ শুরু করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি