বয়স চার ছুঁইছুঁই। কথাটুকুও ভাল করে ফোটেনি। ইতিমধ্যেই সাইফ-কারিনার তৈমুর ‘স্টার’। এ বার স্বয়ং সাইফ জানিয়ে দিলেন পুত্রকে নিয়ে তাঁর ইচ্ছার কথা। তিনি চান বড় হয়ে তৈমুর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ বলেন, “আমি চাই বড় হয়ে ও ভাল কোনও কাজ করুক। তবে আমি আশা করি ও একজন ভাল অভিনেতা হবে।” ছোট থেকেই ছেলের ‘ফ্যান ফলোয়িং’ কি এ ভাবে ভাবিয়েছে সইফকে?
পাপারাৎজিদের প্রিয় তৈমুরের অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। ইতিমধ্যেই তাকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ‘ফ্যান পেজ’। শুধু তাই নয়, তৈমুরের আদলে তৈরি পুতুল অবধি বিক্রি হয়েছে বিভিন্ন দোকানে। এই প্রসঙ্গে মা কারিনা কাপূর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “তৈমুরের জন্য যদি কেউ রোজগার করতে পারেন, তা হলে আমার ছেলেই পুণ্য অর্জন করছে। পুরো বিষয়টিকে এ ভাবে দেখা ছাড়া আমার এবং সইফের কাছে আর কোনও উপায় নেই।”
নিউজ ডেস্ক/বিজয় টিভি