প্রায় দুই বছর পর্দায় নেই কিং খান। আর কত অপেক্ষা করবেন ভক্তরা! এবার অবসান হতে যাচ্ছে অপেক্ষার। চলতি বছরের নভেম্বরেই আবার লাইট ক্যামেরা অ্যাকশনের আঙিনায় নামতে যাচ্ছেন এই বলিউড বাদশাহ।
গতকাল ছিল শাহরুখ-কাজল জুটির সুপার ডুপার হিট ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ২৫ বছর পূর্তি। সামাজিক যোগাযোগামাধ্যমে ভক্তদের সেই উচ্ছ্বাসের মধ্যেই নিশ্চিত হয়েছে শাহরুখের পর্দায় ফেরার খবরটি।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ আগেই বলেছিলেন, এবার তিনি ফিরছেন পাঠান ছবি নিয়ে। সেখানে দুই বছরের বিরতি শেষে পর্দায় দেখা যাবে বলিউডের কিং খানকে। মুম্বাইয়ের আন্ধেরিতে শুরু হবে ছবির শুটিং। সিনেমার প্রথম শিডিউল দুই মাসব্যাপী। এই দুই মাস কেবল শাহরুখ খানের অংশেরই শুটিং হবে।
এরপর জানুয়ারি মাসে শুরু হবে দীপিকা ও জন আব্রাজমকে নিয়ে দৃশ্যধারণ। জনকে ছবিতে দেখা যাবে খলনায়ক হিসেবে। সিদ্ধার্থের আগের সিনেমা ওয়ার–এর মতো পাঠান ছবিটিও হবে রিভেঞ্জ ড্রামা ধাঁচের সিনেমা।
আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সকে সঙ্গ দিতেশাহরুখ বর্তমানে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। হালকা দাড়ি আর না ছাঁটা চুলে একটু অগোছালোই লাগছে তাঁকে। অনেকে মনে করছেন, পাঠান ছবিতে যে চরিত্রে তাঁকে দেখা যাবে, সেই অবস্থায় রয়েছেন তিনি। যদিও এ নিয়ে কিছুই বলেননি শাহরুখ।
নিউজ ডেস্ক/বিজয় টিভ