৩৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘নামাক হালাল’ সিনেমাটির মূল কাহিনী ছিল যুবক অর্জুনকে ঘিরে। যে চরিত্রে দারুণ অভিনয় করেছেন বিগ বি।
তিনি শশী কাপুর এর মালিকানাধীন একটি হোটেলে কাজ করেন এবং বিশ্বস্ততার সাথে তার সেবা করেন। এরপর শশী কাপুর খুন হলে সেই হত্যাকারীদের খুঁজে বের করা নিয়েই আবর্তিত হয় সিনেমাটি।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারকালে মুরাদ জানান, ‘আমি মাল্টি স্টার কাস্টের বিখ্যাত সিনেমা ‘নামক হালাল’-এর রিমেক করার সত্তাধিকার কিনেছি। এই মুহূর্তে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। স্ক্রিপ্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা কাস্টিংয়ের কাজ করব।