সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে এক টাকা।
শুক্রবার রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে নতুন মূল্য ঘোষণা করা হয়। নতুন দাম আজ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
ঘোষণায় বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিলো।