বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের বর্তমান মাথা পিছু আয় ২৮২৪ মার্কিন ডলার। বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে তখন দেশ উন্নত মর্যাদায় উন্নীত হয়েছে। তাই নিজের জীবন থাকতে বাংলাদেশের স্বার্থ নষ্ট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছি, জীবন থাকতে দেশের এতটুকু স্বার্থ নষ্ট হবে না। দেশ কারো হাতে তুলে দেব না।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২ জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হওয়া এবং পরবর্তী কয়েক বছর নির্বাসিত জীবন ও দেশে ফিরে আসার কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবার নিতে নয়, দেশের মানুষকে দিতে এসেছে, মানুষের জন্য কাজ করতে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট হয় এটা মেনে নিতে পারি না। মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশে ফিরে আসি।
তিনি আরও বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, এর সুফল যেন মানুষ পায়। এ একটাই আমার জীবনের লক্ষ্য।