আইসিসি সাকিবের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে সরকারের খুব বেশি কিছু করার থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিসিবি সাকিবের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন । এছাড়া আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহন শেষে সফরের বিস্তারিত নিয়ে আলোচনা করেন তিনি। অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে শাস্তি নিশ্চিত পেতে হবে বলে হুশিয়ারী দেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি