বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান এই খ্যাতিমান অভিনেত্রী। প্রয়াণের পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আন্তর্জাতিক কয়েকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শ্রীদেবীকে সম্মান জানানো হয়।
এবার শ্রীদেবীর সম্মানে সুইজারল্যান্ডে তৈরি হচ্ছে তার মূর্তি। সুইজারল্যান্ডের পর্যটনশিল্পে বলিউড এ কিংবদন্তির ভূমিকাকে সম্মানার্থে সে দেশের মাটিতে শ্রীদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানায় দেশটির এক সরকারি মুখপাত্র।
সুইজারল্যান্ড সরকারের এমন উদ্যোগের পেছনে রয়েছে ১৯৮৯ সালের প্রেক্ষাপট। সেই সময় শ্রীদেবী অভিনীত ‘চাঁদনী’ ছবিটি সুপার-ডুপার হিট হয়। শ্রীদেবীর অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমী দর্শক। আর এ ‘চাঁদনী’ ছবির সঙ্গে সুইজারল্যান্ডের রয়েছে বিশেষ একটি সম্পর্ক। কারণ ছবিটির পরিচালক যশ চোপড়া এ ছবিটির বেশিরভাগ শুটিং সে দেশে করেছিলেন। সেই সময় ছবির শুটিংয়ের পাশাপাশি সুইজারল্যান্ডের পর্যটন শিল্পের জন্য বহুবার প্রমোশনও করেছিলেন শ্রীদেবী। আর সে কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে সুইজারল্যান্ড সরকার।
২০১৬ সালে বলিউডের খ্যাতনামা পরিচালক যশ চোপড়ার মূর্তিও সুইজারল্যান্ডে তৈরি করেছে সে দেশের সরকার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি