দুই মাসের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে ভরি প্রতি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে।
আজ রোববার থেকে এ দাম কার্যকর হবে বলে জানায়, বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫০০ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট ৬১ হাজার ৫০০ টাকা।
আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ৫১ হাজার টাকা। এর আগে, সর্বশেষ গত ১৯ জুন সোনার দাম ভরিতে কমেছিলো দেড় হাজার টাকা।