সরকার-বেসরকারি ৭১ প্রতিষ্ঠানকে চার লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে আমদানি করা হচ্ছে নন-বাসমতি সেদ্ধ চাল তিন লাখ ৬২ হাজার টন এবং আতপ চাল ৫৬ হাজার টন।
ইতোমধ্যে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির জন্য বরাদ্দ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চাল আমদানির শর্তে বলা হয়েছে, আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। আর ২৫ সেপ্টেম্বরের মধ্যে আমদানি করা পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে।