দক্ষিণ কোরিয়া থেকে দেশে আসছে আরো ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত লোকোমোটিভ। সব প্রক্রিয়া শেষ করে আগামী মাসেই চট্টগ্রাম বন্দর দিয়ে অত্যাধুনিক এসব লোকোমোটিভ রেলওয়ে কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছাবে।
লোকোমোটিভগুলো ট্রায়াল রান শেষে রেলের বহরে যুক্ত হলে ইঞ্জিন সংকট কিছুটা কমবে মনে করছেন সংশ্লিষ্টরা। রেলওয়ের কর্মকর্তারা জানান, দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিক, দ্রুতগতির এবং বিশ্বমানের করতে বাংলাদেশ রেলওয়ের জন্য বিদেশ থেকে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত লোকোমোটিভ আমদানির প্রকল্প হাতে নেয় সরকার।
প্রায় ৭০০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে ২০টি মিটারগেজ শীতাতপ নিয়ন্ত্রিত লোকোমোটিভ সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান হুন্দায় রোটেমের সঙ্গে চুক্তি করে রেলওয়ে কর্তৃপক্ষ।