নতুন ও পুনঃপ্রচলনযোগ্য ব্যাংক বা কারেন্সি নোটের উপর লেখা, সিল দেওয়া বা নোটের প্যাকেটে স্ট্যাপলিং পরিহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, গণনাকালে নোটের ওপর লেখা, স্বাক্ষর, সিল এবং এক হাজার টাকার মূল্যমানের নোট ছাড়া সকল নোটের প্যাকেটে স্ট্যাপলিং থেকে বিরত থাকতে হবে।
প্যাকেটে নোটের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়ে প্যাকেট ব্যান্ডিং করার পর সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম, সিল, নোটে গণনাকারীর স্বাক্ষর ও তারিখ সম্বলিত লেবেল/ফ্ল্যাইলিফ লাগানোর বিষয়টি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে হবে বলেও ওই নির্দেশনায় জানানো হয়েছে।