আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৩ টাকা কমেছে।
কয়েকদিন আগেও বন্দরে যে পেঁয়াজ ৪০ থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়। ব্যবসায়ীরা জানান, গত শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমছে।
ভারতের মোকামগুলোতে নাসিক ও ইন্দোর জাতের নতুন কাঁচা পেয়াজ উঠতে শুরু করেছে। নভেম্বরের শেষের দিকে এসব পেঁয়াজ দেশে আসতে শুরু করবে। তখন দাম আরো কমবে বলে জানিয়েছেন তারা।