দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ ৩৫ কোটি ২৭ লাখ টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরে এ স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অনেক বেশি নির্ধারণ করে দিয়েছে এনবিআর। যার কারণে অর্থবছরের শুরু থেকেই কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন সম্ভব হচ্ছে না।
মূলত, এ সময়ের মধ্যে এনবিআর এবার বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ১৯৭ কোটি ৫৮ লাখ টাকা করে দেয়। কিন্তু, নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ১৬২ কোটি ৩১ লাখ টাকা।
তবে, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আহরণ বেশি হচ্ছে। শুধু নভেম্বরেই গত অর্থবছরের তুলনায় রাজস্ব আহরণে প্রবৃদ্ধি রয়েছে ২২ ভাগ।