যুক্তরাষ্ট্রে উৎপাদন কমে আসার সম্ভাবনা ও রাশিয়ায় রফতানি শুল্ক বাড়ানোর প্রস্তাবের জের ধরে গমের দাম বাড়তে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির দাম বেড়ে তিন সপ্তাহে সর্বোচ্চে উন্নীত হয়েছে। সিবিওটিতে সর্বশেষ কার্যদিবসে, ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের দাম দাঁড়িয়েছে ৬ ডলার ১৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি।
দিনের শুরুতে কৃষিপণ্যটির দাম বুশেলপ্রতি ৬ ডলার ৩২ সেন্টে উঠেছিল। গত ২৫ নভেম্বরের পর এটাই সিবিওটিতে গমের সর্বোচ্চ দাম। এর আগে গত শুক্রবার সিবিওটিতে গমের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
ডেস্ক নিউজ/বিজয় টিভি