স্বস্তি নেই ভোজ্যতেলের বাজারে। বেড়েছে চিনির দামও। চালের বাজারেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এদিকে, সরবরাহ বেশি থাকায় কমেছে সবজির দাম।
ধারাবাহিকভাবে বেড়েই চলেছে ভোজ্যতেলের দাম। পাইকারি বাজারে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬শ’ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিনও। এবার বাড়তি দামের তালিকায় যোগ হয়েছে চিনি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে চিনির দাম।
এদিকে, স্বস্তি ফেরেনি চালের বাজারে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। তবে আমদানির চাল বাজারে এলে দাম কমবে বলে জানান বিক্রেতারা। অন্যদিকে, দাম কমেছে সব ধরনের সবজির।