শ্রীলঙ্কার সঙ্গে ২০ কোটি ডলার বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক সংকট উত্তরণে, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কান রুপির সঙ্গে ডলারের অদল-বদল বা সোয়াপ করা হবে। এতে কিছু সুদও পাবে বাংলাদেশ ব্যাংক। লন্ডন আন্তঃব্যাংক হার-লাইবরের সঙ্গে ২ শতাংশ সুদ যোগ করে এই অর্থ তিন মাসে ফেরত দেবে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক।
শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদন কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে দেশটির মুদ্রা রুপির বিনিময় হার কমে গেছে। ফলে, টান পড়েছে বৈদেশিক মুদ্রার রির্জাভেও। বৈদেশিক মুদ্রার রির্জাভ বাড়াতে এশিয়ার বিভিন্ন দেশের কাছে ডলার ধার চেয়েছে শ্রীলঙ্কা। তারই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে।