চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ও অখালাসকৃত ফেব্রিক্স-রাসায়নিক পদার্থসহ ৪৬ লট পণ্য আজ নিলামে তোলা হয়েছে।
নিলামে অংশগ্রহণকারীরা দুপুর ২টার মধ্যে কাস্টম নিধারিত বাক্সে দরপত্র জমা দেন।
নিলাম শাখা সূত্রে জানা গেছে, নিলামে তোলা ৪৬ লট পণ্যের মধে রয়েছে বিভিন্ন ধরনের গার্মেন্টস ফেব্রিক্স, হাইড্রোলিক এসিড, ফিনিশিং এজন্ট, বিভিন্ন রাসায়নিক পদার্থ, কার্টন এক্সেসরিজ, টেক্সটাইল কেমিক্যাল, কাঁচা তুলা, ওয়াশিং কেমিক্যাল, জুতার ব্যাগ, প্লাস্টিক পণ্য ও ব্যাটারি লিড। সরকারে রাজস্ব আয় বাড়াতে নিলাম কাজে গতিশীলতা বাড়িয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
এর আগে, ৯ জুন প্রথম দফায় ৭৬ লট পণ্য নিলামে তোলা হয়েছিল।