বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, মানুষ যখন নির্বাচনের স্বপ্ন দেখছে তখন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ভারত বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামকে মনে রাখতে হবে। ১৭ বছরে অনেক জীবনের বিনিময়ে শেখ হাসিনার দুঃশাসন মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের কোন ভুলের কারণে যদি ষড়যন্ত্র এই দেশের মাটিতে বাস্তবায়ন হয়, আমরা ব্যর্থ হয়, তাহলে এই জাতির ভাগ্যে করুন পরিণতি অপেক্ষা করছে।
নিকলী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, ময়মনসিংহ বিভাগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, সহ সাংগঠনিক মাহাবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন উপস্থিত ছিলেন।
এর আগে সম্মেলন সফল করতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতা কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন।
পরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।