মহামারি করোনাভাইরাসের এসময়ে সারাদেশের মতো চট্টগ্রামের পোশাক খাতেও ধস নেমেছে। চট্টগ্রামে আবারো ৮টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
বিদেশি বায়ারদের ক্রয়াদেশ বাতিল, আর্থিক সংকট, শ্রমিকদের মজুরি ও ব্যাংক লোন পরিশোধে অপারগতাসহ বিভিন্ন কারণে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন এ খাতের উদ্যোক্তারা। ফলে বেকার হয়ে পড়ছে হাজার হাজার পোশাক শ্রমিক।
গত বছরের প্রথম চার মাসে, বন্ধ হয়েছে অন্তত ২৫টি পোশাক কারখানা। ফলে ওই সময় বেকার হয়েছিলেন প্রায় ১২ হাজার শ্রমিক।
বেপজার তথ্যমতে, চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে বর্তমানে ১৮৮টি কারখানা সচল রয়েছে। তবে, আর্থিক সংকট ও ক্রয়াদেশ বাতিল হওয়ায় ব্যবসা গুটিয়ে নিয়েছে ৮টি প্রতিষ্ঠান।