সেপ্টেম্বরের শুরুতে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামী ৭ সেপ্টেম্বর তার ঢাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশের একজন কূটনীতিক জানিয়েছেন। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে এই অঞ্চলে তার একাধিক সফর নিয়ে কথা চলছে বলে একজন কূটনীতিক জানিয়েছেন।
ঢাকা সফরে লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে।
বৈঠকে বৈশ্বিক রাজনীতি, বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।
লাভরভের এই সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে বলে জানান একজন কূটনীতিক।