অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে ২০ মার্কিন মেরিন সেনাসহ যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
সকালে ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপের কাছে, অসপ্রে ভি-২২ মডেলের সামরিক এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সামরিক বাহিনীর সমন্বয়ে বার্ষিক প্রিডেটর রান মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স জানিয়েছে, দুর্ঘটনাকবলিত অসপ্রেতে কোনও অস্ট্রেলিয়ান সেনা সদস্য ছিল না।
এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে, এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন মেরিন সেনা নিহত হয়েছিল।