আজ ইসরায়েল-হামাস যুদ্ধের ১৬৪ তম দিন। ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে পশ্চিম তীরে। পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল রোববার (১৭ মার্চ) আটক করা হয়েছে কমপক্ষে ২৫ ফিলিস্তিনিকে। আটককৃতদের মধ্যে গাজা থেকে আসা একজন অসুস্থ নারী ও শিশু রয়েছে। এক প্রতিবেদনে মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এবং বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক মন্ত্রণালয় একটি যৌথ বিবৃতিতে জানায়, হেবরন, কালকিলিয়া, বেথলেহেম, জেনিন, তুলকারম, রামাল্লা এবং জেরুজালেমে পর্যায়ক্রমে আটক করা হয়েছে। যুদ্ধের প্রায় ৫ মাস পরও, পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি বাহিনীর ধরপাকড়।
আড়ও পড়ুন : তিন দিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল এছাড়াও, জেনিন’সহ বেশকিছু আশ্রয় শিবির ও লোকালয়ে চলছে তল্লাশি। পাশাপাশি, দখলদার ইসরায়েলি বাহিনীরা হানা দিচ্ছে ফিলিস্তিনিদের বসতভিটায়। সংঘাতের পাল্টা জবাবও দিচ্ছে হামাস’সহ অন্য স্বাধীনতাকামী সংগঠনগুলো। ইসরায়েলের দাবি, নাশকতা নিমূর্লেই এ অভিযান।