মিস ইউনিভার্স ২০১৯ সালের খেতাব জিতেছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি ।
রোববার রাতে আটলান্টায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তুনজি’র মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০১৮সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।
আটলান্টার টেইলর পেরি স্টুডিওতে মিস ইউনিভার্সের ৬৮তম এই আসরে তুনজি ৯০ জন প্রতিযোগিকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস পুয়ের্তোরিকো ম্যাডিসিন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।
ইউনিভার্স ২০১৯ সালের খেতাব জিতেছেন দক্ষিণ আফ্রিকার তুনজি (ছবি:সংগৃহীত)
তুনজি(২৬) তার সমাপনী বক্তব্যে নারীর ক্ষমতায়তন নিয়ে কথা বলেছেন। তিনি ক্ষমতায়নের জন্যে নারীদের নিজেদের প্রতি আস্থাশীল হওয়ার আহ্বান জানান। মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরে জোজিবিনি তুনজি আরোও বলেন, ‘‘ভগবান করুন এই মুহূর্তেরর সাক্ষী হওয়া সমস্ত নারী নিজেরদের স্বপ্নের উপর আস্থা রাখুক, এবং আমার মধ্যে নিজেকে খুঁজে পাক। আমি মিস ইউনিভার্স ২০১৯।”
তুনজি বলেন, আমি এমন এক বিশ্বে বেড়ে উঠেছি যেখানে আমার মতো গায়ের রঙ এবং চুলের মেয়েদের সুন্দরী হিসেবে বিবেচনা করা হয়না। কিন্তু এখন সময় এসেছে এ পরিস্থিতি বদলানোর।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি