নেপাল-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে এবার নেপাল সীমান্তে পুলিশের গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিহারের সীতামারীর কাছে ইন্দো-নেপাল সীমান্ত এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন এবং গ্রেপ্তার হয়েছেন একজন ভারতীয় নাগরিক।
নেপালের সীমান্তরক্ষী বাহিনী ‘নেপালিজ আর্মড পুলিশ ফোর্স’-এর অতিরিক্ত মহাপরিদর্শক নারায়ণ বাবু থাপা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ঘটনাটি দক্ষিণ নেপালের সরলাহি জেলায় শূন্য রেখা থেকে নেপালের ৭৫ মিটার অভ্যন্তরে ঘটে। তার দাবি, ২৫-৩০ জন ভারতীয়, নেপালি পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। তারা তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে।
এসময় পুলিশও ১০ রাউন্ডের মতো ফাঁকা গুলি ছোড়ে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। সম্প্রতি ভারতের তিনটি এলাকা নেপাল নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ করলে দুই দেশের মধ্যে এ উত্তেজনা শুরু হয় ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি