ভারত-সহ গোটা বিশ্বে মারাত্মক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ৷ শুক্রবার একদিনে ভারতে ২০ হাজার জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷ যা একদিনের নিরিখে এখনও পর্যন্ত রেকর্ড৷ এ হেন পরিস্থিতিতে অনেকটা আশার আলো শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷ WHO জানাচ্ছে, আগামী দু সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের ওষুধের ট্রায়াল রিপোর্ট চলে আসতে পারে৷ ট্রায়াল রিপোর্ট সফল হলে COVID-19 এর বহু প্রতিক্ষিত ওষুধ পাবে বিশ্ববাসী৷ ভ্যাকসিনের পাশাপাশি করোনার ওষুধ নিয়েও জোর কদমে গবেষণা চালাচ্ছে তামাম বিশ্ব৷
বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রস আধানম গেব্রেসুসের কথায়, ‘৩৯টি দেশের প্রায় সাড়ে ৫ হাজার করোনা রোগীর উপরে সলিডারিটি ট্রায়াল করা হয়েছে ওষুধের৷ আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন রেজাল্ট দু সপ্তাহের মধ্যেই পেয়ে যাবো৷’
হু যখন এই দাবি করছে, তখন গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ ৭ মাস ধরে চলছে অতিমারি৷ ৪টি অংশে ওষুধের ট্রায়াল শুরু হয়েছিল৷ স্ট্যান্ডার্ড কেয়ারে রেমডেসিভির, অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন, HIV ড্রাগ লপিনেভির বা রাইটোনেভির ও লপিনেভির বা রাইটোনেভিরের সঙ্গে ইন্টারফেরন৷
হু-এর এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান জানাচ্ছেন, COVID-19-এর ভ্যাকসিন কবে আসবে, তা এখনই বলা সম্ভব নয়৷ ঠান্ডা ঘরে কফি টেবিলে বসে করোনার সংক্রমণ নিয়ে বড় বড় কথা বলছে, তারা আসলে কিছু করতে পারেনি৷ বরং যে মানুষগুলি ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন, তাঁরা জয় পাবেনই৷ সূত্র: নিউজ ১৮