২০০৯ সালে ব্যালন ডি’অর জেতার পর টানা আরও ৩টি ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে মেসির এই চারটি ব্যালন ডি’অর পুরস্কারের মধ্যে একটি নিজের প্রাপ্য ছিল না বলে মনে করেন, নেদারল্যান্ডসের সাবেক প্লেমেকার ওয়েসলি স্নাইডার। এতোদিন পর এই ডাচ ফুটবলার দাবি করেন, ২০১০ সালে মেসির ব্যালন ডি’অর ট্রফি জয়টা ছিল ‘অন্যায্য’!
২০০৯-১০ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছিলেন স্নাইডার। সেবার ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন এই ডাচ মিডফিল্ডার। এ ছাড়া ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা রাখেন স্নাইডার। যদিও ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল ডাচরা।
অন্যদিকে সেই মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে শুধু লা লিগার শিরোপা জেতেন। আর্জেন্টিনা সেবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল।
সব মিলিয়ে ২০১০ সালের ব্যালন ডি’অরে মেসির চেয়ে তারই ওপরে থাকার উচিত ছিল বলে মনে করেন স্নাইডার। তবে বাস্তবতা হচ্ছে, প্রথম তো নয়ই, স্নাইডার সেবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সেরা তিনেও ছিলেন না। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন, স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজ।
সে বিষয় নিয়ে এত দিন পর স্নাইডার হতাশা প্রকাশ করেছেন মিসরের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এ মিডফিল্ডার।
নেদারল্যান্ডসের জার্সিতে ১৩৪ ম্যাচ খেলে ৩১ গোল করা স্নাইডার জানান, ব্যালন ডি’অরের চেয়ে ২০১০ সালের বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপটা তাকে এখনো পোড়ায়। সেবারের ফাইনালে ১১৬ মিনিটে ইনিয়েস্তার একমাত্র গোলে হেরে যায় ডাচরা।