1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন নবি - বিজয় টিভি
ঢাকা বুধবার, ১৮ জুন ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন নবি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন নবি

অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ নবি। তবে এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না এই অলরাউন্ডারকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবির অবসরের কথা। নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েও দিয়েছেন নবি। বোর্ডও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

নবির অবসর প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।’

ওয়ানডে থেকে অবসর নিয়ে নবির টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে।

নাসিব বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।’

২০০৯ সালের এপ্রিলে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নবির। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৫৪৯ রান করেছেন। বোলিংয়ে ৪.২৭ ইকনোমি রেটে নবির শিকার ১৭১ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.