বিসিবি প্রেসিডেন্টস কাপে রবিবার ফাইনাল ম্যাচে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ।
গ্রুপ পর্বের দুই ম্যাচে হারের বদলা নেওয়া হলো সেই সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাড়ি ফিরল মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ।
আজ (রোববার) মিরপুরে আগে ব্যাট করে ইরফান শুক্কুরের অর্ধশতকে মাত্র ১৭৩ রানে অলআউট হয় নাজমুল একাদশ। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও ইমরুল কায়েসের অর্ধশতকে ২০ ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।
সংক্ষিপ্ত স্কোর:
নাজমুল হোসেন একাদশ: ১৭৩/১০ (৪৭.১ ওভারে, সৌম্য ৫, সাইফ ৪, নাজমুল ৩২, মুশফিক ১২, আফিফ ০, তৌহিদ হৃদয় ২৬, ইরফান সুক্কুর ৭৫, সুমন খান ৫/৩৮, রুবেল হোসেন ২/২৭)।
মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ: ১৭৭/৩(২৯.৪ ওভারে, লিটন দাসন ৬৮, ইমরুল ৫৩*, মাহমুদউল্লাহ ২৩*)।
ফল: মাহমুদউল্লাহ রিয়াদ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ফাইনাল: সুমন খান।